
বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বোয়ালখালী পৌরসভার ৭নং ওয়ার্ড পশ্চিম গোমদণ্ডী বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) বাদ মাগরিব পৌরসভার পশ্চিম গোমদণ্ডী আমির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দেশবাসীর নিকট দোয়া কামনা করা হয়। পাশাপাশি দেশ জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। মোনাজাতে বেগম জিয়ার পরিবার ও দেশবাসীকে এ শোক সইবার শক্তি দেওয়ার জন্য মহান রবের দরবারে দোয়া কামনা করা হয়। পরে উপস্থিত নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং শোক প্রকাশ করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব নুরুল করিম নুরু, উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন ভোলা, মো. হারুনুর রশীদ, নুরুল আবছার, কামাল উদ্দিন, নুরুল ইসলাম কন্টাক্টর, মো. ইসমাঈল, মো. আবু তালেব, দিদারুল আলম, নুরুল আবছার সওদাগর, মো. মোজাহিদ, শাহ আলম, ওয়াহেদুল আলম, খোরশেদ আলমসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তরুণ দল, শ্রমিক দল, মৎস্যজীবি দলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাবিবুল্লাহ সুন্নী কমপ্লেক্স জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মো. হারুনুর রশীদ কাদেরী।

























