বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ইং , ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১১:১২

নিউক্যাসলে চট্টগ্রাম কমিউনিটি যুক্তরাজ্যের মেজবান অনুষ্ঠিত


প্রকাশের সময় :২৩ ডিসেম্বর, ২০২৫ ১২:৩৮ : অপরাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি:

চট্টগ্রাম কমিউনিটি যুক্তরাজ্যের উদ্যোগে ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটি হলে আয়োজিত এ অনুষ্ঠানটি মেজবান হলেও অতিথিদের জন্য ছিল বাফেট পরিবেশনা। এ উপলক্ষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালো ভুনাসহ নানা সুস্বাদু খাবার পরিবেশন করা হয়।

এডভোকেট মোহাম্মদ আহসান উদ্দিন ছিদ্দীকীর একক উদ্যোগ ও সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন গুণীজনকে সমাজ ও পেশাগত ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন – সিনিয়র আইনজীবী রেজাউল করিম চৌধুরী (সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি),ড. জয়নাল আবেদীন, সৈয়দ মোয়াজেম হোসেন, ডা. সাইফুদ্দিন জাহিদ চৌধুরী এবং ব্যারিস্টার আব্বাস চৌধুরী।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ড. জয়নাল আবেদীন জানান, আগামীতে তিনি একক উদ্যোগে ইংল্যান্ডের অন্য একটি শহরে মেজবান আয়োজন করবেন।

এই আয়োজন প্রবাসী চট্টগ্রামবাসীদের জন্য এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানটি সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।

ট্যাগ :