
বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:
সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বোয়ালখালী উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ আছর বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল হয়।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগরসহ দক্ষিণ জেলা, উপজেলা, পৌরসভা যুবদলের সিনিয়র ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মাঈনুল উদ্দিন।

























