বাংলাদেশ, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ইং , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১:৫৩

সাবেক ছাত্রদল নেতা রিয়াদ মুহাম্মদ আরফাত আর নেই


প্রকাশের সময় :২৪ অক্টোবর, ২০২৫ ১২:৩৯ : অপরাহ্ণ

◾মহেশখালী প্রতিনিধিঃ


মহেশখালী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, মাতারবাড়ী পুরান বাজারের কৃতি সন্তান রিয়াদ মুহাম্মদ আরফাত আর নেই।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার উত্তরা একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে স্ট্রোকজনিত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৩২ বছর।

রিয়াদ মুহাম্মদ আরফাত ছাত্রজীবনে মহেশখালী উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের দ্বায়িত্ব পালন করেন তিনি। তাঁর রাজনীতিক জীবনে তিনি দলীয় কর্মী ও তরুণ প্রজন্মের মধ্যে এক উদ্যমী ও নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে পরিচিত ছিলেন।

তার মৃত্যুতে মাতারবাড়ীসহ পুরো মহেশখালীতে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিত মহল তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সা উ / স সু / সি এস