বাংলাদেশ, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ইং , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ রাত ৪:০৭

বাঁশখালীতে গৃহবধূ নিহত


প্রকাশের সময় :২৩ অক্টোবর, ২০২৫ ৯:৩১ : অপরাহ্ণ

বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় রিপু আক্তার (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সলার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রিপু আক্তার বাঁশখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের লস্কর পাড়া এলাকার নূর মোহাম্মদ মিয়ার স্ত্রী। তিনি এক কন্যা সন্তানের জননী।

পরিবার সূত্রে জানা যায়, রিপু আক্তার গত মঙ্গলবার বাবার বাড়ি কাথরিয়ায় বেড়াতে যান। বৃহস্পতিবার সকালে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় শাহাব মিয়ার ছেলে ফরিদ আহমদ ও তার ছেলে মো. শহিদুল্লাহর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তারা রিপুকে ইট দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাবি হাসিনা বেগম বলেন, “জমি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ফরিদ আহমদ ও তার ছেলে শহিদ রিপুকে ইট দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।”

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হামিদা আক্তার বলেন, “রিপু আক্তারকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার গলার নিচে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।”

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিকে / সি এস / এইচ এম