বাংলাদেশ, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ইং , ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ৩:৫৪

বোয়ালখালীর বেঙ্গুরায় আজিমুশশান মাহফিল ও তরিকত সম্মেলন অনুষ্ঠিত


প্রকাশের সময় :১৬ জানুয়ারি, ২০২৬ ১২:১৫ : পূর্বাহ্ণ

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে বোয়ালখালীর বেঙ্গুরায় আজিমুশশান মাহফিল ও তরিকত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাদে এশা উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বেঙ্গুরা সিনিয়ার আলিম মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ মাঠে আঞ্জুমানে নকশবন্দীয়া মুজাদ্দেদিয়া বাংলাদেশ বেঙ্গুরা শাখার ব্যবস্থাপনায় এই মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে প্রধান মেহমান ছিলেন সাতকানিয়া ধর্মপুর দরবার শরীফের সাজ্জাদানশীন খলিফায়ে গাউছুল আজম খুলনবী (রহ:) পীরে তরিকত হযরতুলহাজ্ব আল্লামা কাজী সৈয়্যদ মুহাম্মদ আবদুশ শাকুর রায়হান আযিযী নকশবন্দী মুজাদ্দেদী (মা:জি:আ:)।

প্রধান আলোচক ছিলেন
ধর্মপুর দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন রাহনুমায়ে শরীয়ত ও পীরে তরিকত বিশিষ্ট লেখক ও গবেষক হযরতুলহাজ্ব আল্লামা কাজী সৈয়্যদ তাহসিন আহমদ নকশবন্দী (মা:জি:আ:)।

কামরুল ইসলাম চৌধুরী লিটন এবং মো. সাইফুদ্দিনের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ বক্তা ছিলেন রাসূলাবাদ ইসলামিয়া সিনিয়র ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ বিশিষ্ট লেখক, গবেষক ও মিডিয়া ব্যক্তিত্ব হযরতুলহাজ্ব আল্লামা আ.ন.ম আহমদ রেযা নকশবন্দী (মা:জি:আ:)।

পবিত্র শবে মেরাজের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, মেরাজের ঘটনা থেকে মুমিন খুঁজে পায় সঠিক পথের দিশা, লাভ করে আল্লাহর অপার অনুগ্রহ ও দ্বীনের অবিচলতা। প্রিয়নবী (স.) যে আল্লাহ তাআলার কাছে কত দামি ও মর্যাদার অধিকারী, তা এ ঘটনা থেকে স্পষ্ট হয়ে যায়। তাঁকে এমন মর্যাদা দান করা হয়েছে, যা অন্য কোনো নবীকে দান করা হয়নি। এ ঘটনার ফলে মুমিনের ঈমান মজবুত হয় এবং হৃদয়ে বিশ্বনবী (স.) এর ভালোবাসা সুগভীর হয়। নামাজের বিধান রচিত হয় এ রাতেই।

মাহফিলে মরহুম ওবায়দুর রহমান চৌধুরীর ১ম পুত্র মরহুম আবদুল ওয়াদুদ চৌধুরী ও ২য় পুত্র মরহুম হাজী আবু তাহের চৌধুরীর ইছালে সওয়াবের উদ্দেশ্যে সংগঠনের সহসভাপতি মো. কামরুল ইসলাম চৌধুরী লিটনের উদ্যােগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইউনুস চৌধুরী, সারোয়াতলী ইউনিয়ন সভাপতি জয়নাল আবেদীন, বেঙ্গুরা শাখার সভাপতি মো. বাহাদুর চৌধুরী, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জাহেদুল আলম চৌধুরী রাশেদসহ অন্যান্যরা।

মাহফিলে বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন। আখেরী মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।

ট্যাগ :