বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ইং , ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ৯:১৫

বোয়ালখালীর শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ


প্রকাশের সময় :১২ জানুয়ারি, ২০২৬ ১১:৫৬ : অপরাহ্ণ

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:

বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়নের শ্রীপুর- আমুচিয়া বোধিসত্ত্ব বিহার মাঠ প্রাঙ্গণে শ্রীপুর- খরন্দ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ হাসান চৌধুরীর সার্বিক পরিচালনা ও অর্থায়নে ৫ শত শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র উপহার প্রদান করা হয়।

এ মানবিক কার্যক্রমে সভাপতিত্ব করেন শ্রীপুর-আমুচিয়া বোধিসত্ত্ব বিহারের নব রুপকার অধ্যক্ষ সদ্ধর্মশ্রী ভদন্ত বিপসসী মহাথের।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদ ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লী আলহাজ্ব মোহাম্মদ নুরুন্নবী চৌধুরী।

উদ্বোধন করেন শ্রীপুর আদি শাক্য মনি বিহারের অধ্যক্ষ শ্রীমৎ পরমানন্দ মহাস্থবির।

শিক্ষক চম্পক বড়ুয়া এবং সাবেক ছাত্রনেতা তৌহিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর বুড়া মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ আবদুল মুত্তালিব আল কাদেরী, ঐতিহ্যবাহী শাকপুরা শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমের অধ্যক্ষ ও মহাপরিচালক বিশিষ্ট মানবতাবাদী শ্রীমৎ ডালিম ব্রহ্মচারী, শ্রীপুর-আমুচিয়া বোধিসত্ত্ব বিহারের উপদেষ্টা অনিমেষ বড়ুয়া, ডা. উদয়ন বড়ুয়া, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তাফা মিন্টু, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সায়েরা খাতুন, সামাজিক ব্যক্তিত্ব দীপংকর বড়ুয়া, স্বরবিন্দু বড়ুয়া।

বক্তারা সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদেরও এই তীব্র শীতের সময়ে মানবিক সহায়তায় এগিয়ে আসার আহবান জানান। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক এন্টন বড়ুয়া, পুলক বড়ুয়া, রুবেল চৌধুরী, স্বপন চৌধুরী, ছোটন চৌধুরী, বিনয়দশী ভান্তে, সজল বড়ুয়াসহ অন্যান্যরা।

এসময় অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ বৌদ্ধ ভ্রাতৃত্ব পরিষদের মহাসচিব বিশিষ্ট সাংবাদিক সুমন বড়ুয়ার মায়ের মৃত্যুতে ১ মিনিট নিরবতা পালন করে শোক প্রকাশ করা হয়।

ট্যাগ :