বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ইং , ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ৯:১৫

বোয়ালখালীর পোপাদিয়া বাদামতল শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণ


প্রকাশের সময় :১২ জানুয়ারি, ২০২৬ ১২:৪১ : অপরাহ্ণ

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীর পোপাদিয়া বাদামতলে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট ২০২৬’র জমকালো ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

রোববার (১১ জানুয়ারি) রাতে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের পোপাদিয়া বাদামতল স্পোটিং ক্লাবের ব্যবস্থাপনায় বাদামতল সংলগ্ন এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। টুর্নামেন্টে ৪টি গ্রুপে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

ফাইনাল খেলায় হাজিপাড়া একাদশের সাথে রোহাইপাড়া একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে ২-১ গোলে হাজিপাড়া একাদশ চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে পোপাদিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক আবদুল ছালাম ছোটনের সার্বিক তত্ত্বাবধানে সভাপতিত্ব করেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ এম সাইফুদ্দিন।

প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য এসএম জাবেদ মেহেদী হাসান সুজন।

অনুষ্ঠান উদ্বোধন করেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক নুরুন্নবী চৌধুরী ও বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. মোসলেম মিয়া।

বক্তারা বলেন, বর্তমান যুব সমাজকে ভয়ংকর মাদকের হাত থেকে রক্ষা করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই, আমরা চাই এই ধরনের আয়োজন প্রতিবছরই করা হোক, প্রতিটা ছেলে-মেয়েরই পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার প্রয়োজন। এত সুন্দর একটি আয়োজন করার জন্য আয়োজক কমিটিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বক্তারা।

ক্রীড়াপ্রেমী সৈয়দ জসিম উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি শফিকুল ইসলাম শাহীন, শাকপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজি পেয়ার মোহাম্মদ, চরণদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্কাস খান, পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক এস এম ইকবাল, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের অর্থ সম্পাদক দিদারুল আলম রিটন, বোয়ালখালী উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আকরাম হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সারোয়াতলী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জহির চৌধুরী, আরিফুল ইসলাম, জসিম, পোপাদিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি লোকমান, সাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুল ইসলাম ডালিম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরান বাবলুসহ অন্যান্যরা। রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন ফজলুর মুনতাসির রুবায়েত।

ফাইনালের বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ ২০ হাজার টাকা ও রানারআপ দলকে ট্রফি ও নগদ ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করেন অতিথিরা।

রাত্রিকালীন এই ফুটবল টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় তরুণ, যুবক ও আগত দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। খেলার শুরুতে আতশবাজি ফুটানো, অতিথিদের ফুল দিয়ে বরণ, পুরস্কার বিতরণ ও ফটোসেশন করা হয়। স্থানীয় ক্রীড়ামোদী তরুণ যুবকদের পাশাপাশি বিপুল সংখ্যক দর্শক এ অনুষ্ঠান উপভোগ করেন।

ট্যাগ :