বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ইং , ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১০:৫৪

বোয়ালখালীতে আল-হাসনাইন একাডেমির যাত্রা শুরু


প্রকাশের সময় :১০ জানুয়ারি, ২০২৬ ৫:২০ : অপরাহ্ণ

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:


চট্টগ্রামের বোয়ালখালীতে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল হাসনাইন একাডেমির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারী) সকালে উপজেলার গোমদন্ডী ফুলতল এলাকার একাডেমি প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইদ্রিচ আলম।

এতে প্রধান অতিথি ছিলেন কুতুব শরীফ দরবারের যুগ্ম পরিচালক, শাহজাদা মাওলানা জিল্লুল করিম মালেকী আল কুতুবী।

ক্বারী ওসামা বিন সুলতানের কোরআন তিলওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন একাডেমির নবনিযুক্ত প্রিন্সিপাল হাফেজ মাওলানা রফিকুল ইসলাম।

বক্তারা বলেন, বর্তমান সময়ে শিশু ও কিশোরদের জন্য কুরআন- শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলী শেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশু ও কিশোরদের সঠিক দ্বীনি শিক্ষা এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আল হাসনাইন একাডেমি। এই প্রতিষ্ঠানের মাধ্যমে তারা সঠিক আকিদা ও নৈতিক আদর্শে শিক্ষিত হয়ে সমাজের জন্য আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠবে। প্রতিষ্ঠানটি বোয়ালখালীসহ দক্ষিণ চট্টগ্রামের শিক্ষার আলোর প্রদীপ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

আবু আইয়ুব আনছারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পশ্চিম গোমদন্ডী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল আনসার হামিদী, খাদিজাতুল কোবরা (রা:) মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আজিজুর রহমান ইউসুফ, আব্দুল মালেক মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা আরিফুল্লাহ কাসেমী, আমির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী সেলিম আজাদ, ইব্রাহিম তালুকদার, শিক্ষাবিদ জয়নাল আবেদীন, কামরুল হাসান লিটন, মাওলানা মুমিনুল হক, আবুল মনসুর ও আরফাত উদ্দিন।

এ একাডেমিটি বোয়ালখালীসহ দক্ষিণ চট্টগ্রামের শিক্ষার আলোর প্রদীপ হিসেবে পড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

ট্যাগ :