বাংলাদেশ, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ইং , ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১:১৬

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সারোয়াতলীতে বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা


প্রকাশের সময় :১০ জানুয়ারি, ২০২৬ ১:৩৬ : পূর্বাহ্ণ

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ইছালে সওয়াবের উদ্দেশ্যে রুহের মাগফেরাত কামনায় বোয়ালখালীর সারোয়াতলীর ইউনিয়নের বেঙ্গুরা ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বাদ মাগরিব উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বেঙ্গুরা সিনিয়র মাদ্রাসা রোড দোকান সংলগ্ন এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বেঙ্গুরা ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. নুরুল আজগরের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মো. ইউনুস চৌধুরী।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহেদুল আলম চৌধুরী রাশেদ এবং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দৌলত হোসেনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন সারোয়াতলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী এসএম তারেক।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয়তাবাদের প্রতীক। দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে তিনি সবসময় ছিলেন আপোষহীন। বাংলাদেশের গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বেগম জিয়ার অবদান এবং সংগ্রাম দেশ ও জাতির কাছে আজীবন চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শকে ধারণ করে আমরা জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধার করবো। এটাই আমাদের শপথ।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফ চৌধুরী ছোটন, সদস্য জামাল উদ্দিন, কপিল উদ্দিন, সাবেক ছাত্রনেতা মো. ওবায়দুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী মানিক, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শফিকুল আলম শফি, সারোয়াতলী ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য আলমগীর বাবুল।

এছাড়া আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আবুল কাশেম, শামসুল আলম, মো. রাজীব, শিবলী নোমান, মো. সোহেল, মো. রশীদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তুহিন, মো. সালাউদ্দিন, যুবনেতা কামরুল ইসলাম, রবিউল হোসেন ওয়াজেদ, সাইফুর রহমান তারেক, কামাল জিয়া, ইফতেখার রিপন, সাদেক রাজা, সাইফুল ইসলাম, মো. গফুর, মো. জসিম, স্বেচ্ছাসেবক দল নেতা মো. লিটন, মো. সাইফু, মো. মানিক, মো. বোরহান, কৃষকদল নেতা. সাইফুল ইসলাম, শ্রমিকদল নেতা মো. তারেক হোসেন, উপজেলা জাসাস সভাপতি হাসান হিমু, ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, মো. তাহসিন, আদনান অভি, মো. আকিবসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ।

বেগম খালেদা জিয়া এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, দলের চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু এবং দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও কালো ব্যাজ ধারণ করে বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং শোক প্রকাশ করেন উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা। শেষে তবারক বিতরণ করা হয়।

বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বটতলা বেঙ্গুরা বাইতুন নূর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা এমরানুল হক সিদ্দিকী।

ট্যাগ :