

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর কঞ্জুরী বাদুরতলায় নাথপাড়া স্বামীজীর আশ্রম প্রাঙ্গণে শ্রীমৎ স্বামী করুনানন্দ অবধূতজীর ৪২তম বার্ষিকী তিরোধন দিবস উপলক্ষে তিন দিনব্যাপী ধর্মীয় মহোৎসব শুরু হয়েছে। এ উপলক্ষে সনাতনী ধর্মসভা, গীতা যজ্ঞ এবং অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞের আয়োজন করা হয়।
বুধবার (৭ জানুয়ারি) রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর কঞ্জুরীর বাদুরতলায় নাথপাড়া স্বামীজীর আশ্রম প্রাঙ্গণে শ্রীমৎ স্বামী করুনানন্দ অবধূত সমাজ কল্যাণ কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।
মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি কিশোর ভঞ্জ টিটুলের সভাপতিত্বে
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম- ৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ।
তিনি বলেন, রাজনীতির কাজ হচ্ছে মানুষের সেবা করা। অতীতে যারা মহাপুরুষ হয়েছেন তারা কিন্তু জনগণ, মানবতা এবং সমাজের কাজ করেই মহাপুরুষ হয়েছেন। সুতরাং অন্তত পক্ষে মহাপুরুষ হতে না পারলেও জনগণের সেবা করে যাতে সত্যিকারের পুরুষ হতে পারি সে সুযোগ করে দিবেন।

অনুষ্ঠান উদ্বোধন করেন বোয়ালখালী উপজেলা শংকর মঠ ও মিশনের সাধারণ সম্পাদক ডা. মৃণাল কান্তি শীল।
এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি এম জসিম উদ্দিন মেম্বার, বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন শীল, বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের সভাপতি রুপন ধর, সারোয়াতলী ইউনিয়ন বিএনপির উপদেষ্টা এসএম আলতাফ হোসেন, সাবেক সভাপতি এমএ মঞ্জুরসহ অন্যান্যরা।
তিন দিনব্যাপী এই মহতী অনুষ্ঠানমালায় রয়েছে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বালন, গুরুপূজা, সমবেত প্রার্থনা, শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা, সনাতনী ধর্মীয় আলোচনা সভা, মনোজ্ঞ ধর্মীয় সঙ্গীতাঞ্জলী, পুরস্কার বিতরণ, জাগরণ কীর্তন ও শ্রীশ্রী চণ্ডী পাঠ। পাশাপাশি বিশ্বশান্তি কামনায় শ্রীশ্রী গীতাযজ্ঞ, শান্তির বাণী প্রদান, শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞের শুভ অধিবাস কীর্তন ও মহানাম যজ্ঞের শুভারম্ভ অনুষ্ঠিত হয়।

এছাড়াও রাজভোগ নিবেদন, ভোগরতি আরতি কীর্তন, গৌরলীলা ও কৃষ্ণলীলা প্রদর্শন, অন্নপ্রসাদ আস্বাদন, মহানাম যজ্ঞের পূর্ণাহুতি এবং নগর কীর্তন পরিবেশিত হবে।
অনুষ্ঠান বাস্তবায়নে দায়িত্ব পালন করেন মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি কিশোর ভঞ্জ টিটুল, কার্যকরী সভাপতি রুবেল দেবনাথ, অর্থ সম্পাদক কাঞ্চন দেবনাথসহ উদযাপন পরিষদের অন্যান্য সদস্যরা।
এ মহতী অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শত শত নর-নারী ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আশ্রম প্রাঙ্গণ পরিণত হয় এক পবিত্র ধর্মীয় মিলনমেলায়।