বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ইং , ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১১:২০

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বোয়ালখালীর পূর্ব গোমদণ্ডীতে দোয়া মাহফিল


প্রকাশের সময় :৬ জানুয়ারি, ২০২৬ ১২:৩২ : অপরাহ্ণ

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইছালে সওয়াবের উদ্দেশ্যে রুহের মাগফেরাত কামনায় বোয়ালখালী পৌরসভার ৪ ও ৫নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যােগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় পূর্ব গোমদণ্ডী আহমদিয়া আজিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা এবং গোমদণ্ডী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় পৃথক এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব। গণতন্ত্র, জাতীয় সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার রক্ষায় তিনি আজীবন আপোষহীন ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক প্রতিকূলতা ও নিপীড়নের মধ্যেও তিনি কখনো আদর্শ থেকে বিচ্যুত হননি, যা তাকে এক অনন্য উচ্চতায় অধিষ্ঠিত করেছে। এসময় তাঁর রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমদ খান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী, পূর্ব গোমদণ্ডী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাজী আবু আকতার, পৌরসভা বিএনপি নেতা মো. লোকমান, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সায়েম উদ্দিন টিটু, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল আবছার আশিক, উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খোকন, পৌরসভা যুবদলের আহ্বায়ক মো. লোকমান, বিএনপি নেতা মো. নাছের, মো. জালাল,
মাহমুদুর রহমান বাচ্চু, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইমরানুল হক জিকু, জসিম উদ্দিন, সিরাজুল ইসলাম, মো. নজরুল, হারুন, জানে আলম, ইলিয়াস চৌধুরী, খালেক সওদাগর, মো. কামাল উদ্দিন, মো. ইকবাল, আজম খান, ইউনুস, মোর্শেদ, যুবদল নেতা ইমন, ছাত্রদল নেতা শাওনসহ অন্যান্যরা।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মৎস্যজীবি দল, তরুণ দল, মহিলা দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেন। শেষে তবারক বিতরণ করা হয়।

ট্যাগ :