

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালীতে গোলামানে গাউসুল আজম দস্তগীর (রাঃ) সংগঠনের ব্যবস্থাপনায় ৫দিন ব্যাপী ২১তম আজিমুশশান মিলাদুন্নবী (সা:) মাহফিল শুরু হয়েছে।
শুক্রবার (২জানুয়ারি) থেকে উপজেলার উত্তর সারোয়াতলী ৯নং ওয়ার্ড (উত্তর কঞ্জুরী) খানকায়ে গাউসুল আজম দস্তগীর (র.) এ রহমাতুল্লিল আলামীন (দঃ) এর শুভ আগমন ও ওরছে গাউসুল আজম দস্তগীর (র.) ৫ দিন ব্যাপী মাহফিল উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
গত শুক্রবার সকাল থেকে খতমে কোরআন, খতমে বোখারী শরীফ, খতমে গাউছিয়া শরীফ, খতমে খাজেগান ও খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল(দ.)’র মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়।

আগামী ৫ ও ৬ জানুয়ারী সকাল ১০টা থেকে বিকাল ৪ পর্যন্ত ২দিন ব্যাপী ফ্রী চিকিৎসা সেবা, বিভিন্ন বিষয় ভিত্তিক কিতাব বিতরণ, বাদে এশা থেকে আজিমুশশান ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল ও তবারকের আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানে দেশ বরেণ্য অসংখ্য আলেম ওলামা, পীর মাশায়েখ, লেখক, সাংবাদিক, সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এতে সংশ্লিষ্ট সকলকে ও আশেক ভক্তদের যথাসময়ে উপস্থিতি কামনা করেছেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন।