বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ইং , ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ৯:১৫

বোয়ালখালীতে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকীর ১৭তম মৃত্যুবার্ষিকী পালন


প্রকাশের সময় :৩ জানুয়ারি, ২০২৬ ১১:৫৮ : অপরাহ্ণ

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৯নং আমুচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর সিদ্দিকীর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) গ্রামের বাড়ী আমুচিয়ায় কবর জিয়ারত করেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক, আমুচিয়া ইউনিয়নের ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. ইকবাল, আমুচিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল মনছুর চৌধুরী, সাবেক সভাপতি আবু সিদ্দিক, সাবেক সাধারণ সম্পাদক ইউছুপ আলী, বিএনপি নেতা ইউপি সদস্য আবু জাফর তালুকদার, বোয়ালখালী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. রোকন উদ্দীন, আমুচিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক পদপ্রার্থী ইদু আমিন, সদস্য সচিব পদপ্রার্থী মো. জসিম উদ্দিন, শ্রমিকদল নেতা মোহাম্মদ রুবেল, আমুচিয়া ইউনিয়ন কৃষকদলের আহবায়ক নজরুল ইসলাম, ছাত্রদল নেতা আবু ছালেহ্ আকিবসহ আমুচিয়া ইউনিয়ন বিএনপি ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এর আগে বাদ জুমা খান বাহাদুর পাড়া জামে মসজিদে যুবদল নেতা মো. রোকন উদ্দিনের আয়োজনে বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ও আমুচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগ :