

স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে মনোনয়ন জমা দেওয়া পাঁচ প্রার্থীর মনোনয়নই বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে বিএনপি থেকে গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকার; এই দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. হেদায়েত উল্ল্যাহ।
তিনি জানান, এ আসনে বিএনপি থেকে গিয়াস কাদের চৌধুরী ও গোলাম আকবর খোন্দকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মো. শাহজাহান মঞ্জু, গণসংহতি আন্দোলন থেকে নাছির উদ্দীন তালুকদার এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মো. ইলিয়াছ নূরীর মনোনয়ন বৈধ হিসেবে বিবেচিত হয়েছে।