বাংলাদেশ, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ইং , ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১২:৫৭

বোয়ালখালীর পোপাদিয়া ইউনিয়ন বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় :২৩ ডিসেম্বর, ২০২৫ ৯:৫৯ : পূর্বাহ্ণ

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:

মহান বিজয় দিবস উপলক্ষে বোয়ালখালীর পোপাদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় পোপাদিয়া ইউনিয়নের সৈয়দপুর হাসান শাহিনুর একাডেমি মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান।

তিনি বলেন, তারেক জিয়া যখন বাংলাদেশে আসার ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে তখনই বট বাহিনী হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, বিপ্লবী সরকারের নামে দেশে অরাজকতা সৃষ্টি করে মানুষকে বিভ্রান্ত করছে। কোন অপশক্তিই তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে পারবে না। সকল ষড়যন্ত্র মোকাবিলা করেই তারেক জিয়া ২৫ তারিখ বাংলাদেশে আসবে। দলের সকল নেতাকর্মীদের সর্তক থাকতে হবে। এদেশের আপামর ১৮ কোটি মানুষ তার দিকে চেয়ে আছে। দলীয় প্রার্থীর বিজয়ের জন্য নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

যুবদল নেতা আব্দুল মান্নান ও সিদ্দিক আজাদ রিহাদের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমদ খান, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য শওকত আলম, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মন্নান চেয়ারম্যান, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, দক্ষিণ জেলা বিএনপির সদস্য এস এম মেহেদী হাসান সুজন, দক্ষিণ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ডা. মহসিন খান তরুণ, পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম সেলিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম ইকবাল পাশা, সহ সাংগঠনিক সম্পাদক মোসলেম মিয়া, দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি শফিকুল ইসলাম শাহীন, বোয়ালখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক স্বপন শীল, পৌরসভা বিএনপি নেতা আবু আকতার, জেলা মহিলা দল নেত্রী শাহিদা আক্তার শেফু। কোরআন তেলোয়াত করেন আবদুল্লাহ পাভেল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন শিকদার, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ইউসুফ চৌধুরী, যুবদল নেতা এম এন করিম, আজাদ খান, শহীদুল আলম, মো. লোকমান, ইমরানুল হক জিকু, প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী, দিদারুল আলম লিটন, মো. ওসমান, এসএম ইকবাল হোসেন, জিয়াউল হক জুনায়েদ, উপজেলা মহিলা দল নেত্রী ফাহমিদা হোসেন চৌধুরীসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবি দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী সমর্থকসহ বিপুল সংখ্যক নারী-পুরুষ।

ট্যাগ :