বাংলাদেশ, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ইং , ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ২:২৮

দেশের নেতৃত্বের শূন্যতা পূরণে তারেক জিয়ার বিকল্প নেই: আজিজুল হক


প্রকাশের সময় :১৯ ডিসেম্বর, ২০২৫ ৯:১৬ : পূর্বাহ্ণ

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান বলেছেন, বাংলাদেশে এখন নেতৃত্ব শূন্যতা বিরাজ করছে, সে শূন্যতা পূরণ করতে হলে তারেক জিয়ার কোন বিকল্প নেই। ২৫ ডিসেম্বর দেশে এসে তারেক জিয়া দেশের হাল ধরবে। দেশের মানুষের নেতৃত্বের হাল ধরে মানুষকে সংগঠিত করবে। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে খরণদ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে শ্রীপুর- খরণদ্বীপ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজিজুল হক বলেন, লাল- সবুজের বিজয় পতাকায় উজ্জীবিত হয়ে স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের চেতনায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ। মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরে বিজয়ের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে দেশ গঠনের আহ্বান জানান তিনি।

শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজাদ খানের সভাপতিত্বে দক্ষিণ জেলা যুবদলের প্রচার সম্পাদক শহীদুল আলম ও ইউনিয়ন বিএনপি নেতা বাবর আলীর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ খান।

বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইছহাক চৌধুরী, সদস্য সচিব হামিদুল হক মন্নান, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুন্নবী চৌধুরী, বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক শহীদুল্লাহ্ চৌধুরী।

আলোচনার সভার শুরুতে কোরআন তেলওয়াত করেন মাহফুজুর রহমান।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মজিবত উল্লাহ মজু, এএম কামাল উদ্দিন, মোসলেম মিয়া, আবু আকতার, জেলা যুবদলের সহসভাপতি দৌলত মিয়া, জয়নাল আবেদীন শিকদার, অহিদুল আলম, এমদাদ আনসারী, নজরুল ইসলাম বাবর, উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খোকন, পৌরসভা যুবদলের আহবায়ক মো. লোকমান, সদস্য সচিব ইব্রাহিম চৌধুরী মানিক।

এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন বিএনপি নেতা মোজাম্মেল হক, প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী, এমরান আলী শাহরুখ, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ উল্লাহ, ইসমাইল হোসেন বাদশা, ত্রিদিপ চৌধুরী, মোহাম্মদ রুবেল, সাইমুল করিম সুমন, অহিদুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জানে আলম নান্নু, মনিরুল ইসলাম আজাদ, আদিল খান, উপজেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ দিদার, আকতার হোসেন, সাহেদ খাঁন, সঞ্জয় দাশ, সাহেদুল মানিক, ফারুক আজম, উপজেলা ছাত্রদল নেতা মাহবুবুল আলম কাজল, স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান, মাহবুব আলম, আমির হোসেন শিমুল, মো. জোবায়েত, ইরফান, শাহাদাত মুন্না, আশুতোষ কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইফাজ, ইমরান রানা, মোহাম্মদ হাকিম, সালাহ উদ্দিন, মোহাম্মদ হৃদয়সহ অন্যান্যরা।

ট্যাগ :