বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ইং , ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১১:০৪

বোয়ালখালীতে বিএনপির মহান বিজয় দিবস উদযাপন


প্রকাশের সময় :১৬ ডিসেম্বর, ২০২৫ ৭:০৬ : অপরাহ্ণ

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:


স্বাধীনতার জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী মহান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও মুক্তিযুদ্ধের চেতনায় বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবি দল ও অঙ্গ- সহযোগী সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়েছে মহান বিজয় দিবস।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার গোমদণ্ডী ফুলতল থেকে এক বর্ণাঢ্য বিজয় র‍্যালী অনুষ্ঠিত হয়। র‍্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিসৌধে এসে পুষ্পস্তবক অর্পণ করা হয়। হাজার হাজার নেতাকর্মী সমর্থকরা এ কর্মসূচিতে অংশ নেন।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা বলেন, লাল- সবুজের পতাকায় উজ্জীবিত হয়ে স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার অঙ্গীকারে এই দিনটি আমাদের প্রেরণা ও ঐক্যের প্রতীক হয়ে থাকবে। মহান বিজয়ের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।আসুন, মহান বিজয়ের ইতিহাসকে শ্রদ্ধাভরে স্মরণ করি এবং এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হই। এসময় বক্তারা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন অগণিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদের আত্মত্যাগের কথা, যাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে চূড়ান্ত বিজয় অর্জন সম্ভব হয়েছিল।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সাবেক সদস্য সচিব মোস্তাক আহমেদ খান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মন্নান চেয়ারম্যান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ্ চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর, দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি এম জসিম উদ্দিন মেম্বার, মহিলা দল নেত্রী সাহেদা আক্তার শেফুসহ অন্যান্যরা।

ট্যাগ :