

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ইতিহাস, ত্যাগ, আর সংগ্রামের চেতনায় বোয়ালখালী উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় র্যালী ও কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে মিছিল সহকারে যোগদান করেছেন আমুচিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা।
এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সাবেক সদস্য সচিব মোস্তাক আহমদ খান, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মন্নান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী ও দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর তাদের স্বাগত জানান।
আমুচিয়া ইউনিয়নের বিজয় মিছিলে নেতৃত্ব দেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল।

তিনি বলেন, লাখো প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হলেও দেশে এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম সফল করতে হবে। মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তাদের সম্মান ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এতে উপস্থিত ছিলেন আমুচিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল মুনসুর চৌধুরী, সাবেক সভাপতি আবু ছিদ্দিক, সাবেক সাধারণ সম্পাদক মো. ইউসুফ, সাবেক উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন সিকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রোকন উদ্দিন, আবু জাফর, ইদু মিয়া, মো. জসিম উদ্দিন, ফয়সাল রুবেল, রফিক আহমদ, শহিদুল ইসলাম সায়েদ, মো. সাখাওয়াত, ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সেলিম, সাধারণ সম্পাদক সোলাইমান শিকদার, মো. মোশতাক, কৃষক দলের আহবায়ক নজুল ইসলাম, সদস্য সচিব খোরশেদ আলমসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল ও মৎস্যজীবি দলের নেতাকর্মী ও সমর্থকরা।