বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ইং , ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১০:৫৬

চট্টগ্রামে ঐতিহ্যবাহী সানশাইন গ্রামার স্কুলের ভূমি দখলের অভিযোগ


প্রকাশের সময় :১৫ ডিসেম্বর, ২০২৫ ১০:১৬ : পূর্বাহ্ণ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সানশাইন গ্রামার স্কুলের ভূমি দখলের অভিযোগ উঠেছে। আজ ১৪ ডিসেম্বর বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এক সংবাদ সম্মেলনে সানসাইন গ্রামার স্কুলের ভূমি মালিক দাবী করা হাবিব উল্লাহ ইদ্রিচ এই অভিযোগ করেন।

লিখিত অভিযোগে ভূমি মালিক দাবী করা হাবিব উল্লাহ ইদ্রিচ বলেন, কিছু দখলবাজ মহামান্য হাইকোর্টের লিভ টু আপীল (৪৪০৫/২৫) থাকা সত্ত্বেও সানসাইন গ্রামার স্কুলের ভূমি (জেলা-চট্টগ্রাম, থানা-পাঁচলাইশ, মৌজা- পূর্ব নাসিরাবাদ, বি.এস খতিয়ান নং-২৮২, সৃজিত বি.এস খতিয়ান নং-৭২৪৪, বি.এস দাগ নং-১৫৫২ দাগ হইতে ০.১৩২৪ একর জমি বিরোধীয়) জোরপূর্বক দখল করে নেন। শুধু তাই নয় তার বৃদ্ধ মা এবং সানশাইন গ্রামার স্কুলের প্রধান শিক্ষিকাকে স্কুল ছেড়ে দেয়ার জন্য হুমকি ধামকি এবং স্কুল অফিসে অনাধিকার প্রবেশ করে স্কুলের দাপ্তরিক কাজে ব্যবহারিত রুম অবরুদ্ধ করে একাধিক বার পানি সংযোগ, বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে, ঘরের নিয়মিত সদস্য ও আগত অতিথিদের অবাধে চলাফেরার উৎপাত ও হেনস্তা করা, মহিলা সদস্যদের প্রতি আপত্তিকর অঙ্গভঙ্গি এবং স্টোকের রোগী আমার মায়ের চিকিৎসা সেবা দিতে আসা নার্স-ডাক্তারদের গৃহে প্রবেশে বাঁধা সৃষ্টি করা, জোর পূর্বক আবেদনকারীর বসতঘরে অনধিকার প্রবেশের চেষ্টা, সিসিটিভি ক্যামেরা ভাংচুর সহ বিভিন্ন হুমকি ধামকি অব্যাহত রেখেছে বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি।

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 31;

পুলিশ কমিশনার এর নির্দেশ মানেননি ওসি পাঁচলাইশ : দাবী ভুক্তভোগীর

ভুক্তভোগী পরিবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার এর সাথে স্কুলের ভূমি সংক্লান্ত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দেখা করেন ভূমি মালিক দাবী করা হাবীব উল্লাহ ইদ্রিচ। পুলিশ কমিশনার পাঁচলাইশ থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। কিন্তু পুলিশ কমিশনার এর নির্দেশ অমান্য এবং মহামান্য হাইকোর্টে লিভ টু আপীল থাকা সত্ত্বেও ওসি ভূমি মালিকের পক্ষে ব্যবস্থা নেওয়া তো দূরে থাক উল্টো দখলবাজ গংয়ের পক্ষে অবস্থান নেন বলে অভিযোগ করেন ভূমি মালিক ইদ্রিচ। এ ব্যাপারে জানতে চাইলে ওসি পাঁচলাইশ বলেন, “এটি বায়বীয় অভিযোগ, আমি গণমাধ্যম কর্মীদের উক্ত বিষয়টি নিয়ে স্বশরীরে এসে তদন্ত করার অনুরোধ জানাচ্ছি। আমরা ভূমি মালিক দাবী করা ইদ্রিচ এর অভিযোগের প্রেক্ষিতে যতবার ঐ জায়গায় গিয়েছি ততবার সবকিছু স্বাভাবিক দেখেছি।”

এই ভূমি দখলের নেপথ্যে শক্তি হিসেবে চট্টগ্রাম মহানগরের এক রাজনৈতিক নেতার সরাসরি ভূমিকা রয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করে ইদ্রিচ। সম্প্রতি চট্টগ্রামের বাকলিয়া এলাকায় ছাত্রদল নেতা আরিফ হত্যাকান্ডে ঐ নেতার সম্পৃক্ততা ছিলো বলে অভিযোগ উঠেছিল বলে জানান তিনি। কিন্তু সরাসরি কারো নাম বা কোন দলের নেতা তিনি সংবাদ সম্মেলনে প্রকাশ করেননি।

উল্লেখ্য, চট্টগ্রামের ঐতিহ্যবাহী সানশাইন গ্রামার স্কুলের ভূমি দখলের বিষয়টি নিয়ে জনমনে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। চট্টগ্রামের সচেতন মহলের প্রত্যাশা উক্ত বিষয়টি দ্রুত সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপের পাশাপাশি চট্টগ্রামের নাগরিক সমাজ ও সংশ্লিষ্টরা কার্যকরী ভূমিকা রাখব।

ট্যাগ :