বাংলাদেশ, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ইং , ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১:১৬

চট্টগ্রামে কথা কাটাকাটি নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত তাহমিদের মৃত্যু


প্রকাশের সময় :১১ ডিসেম্বর, ২০২৫ ২:০৩ : অপরাহ্ণ

সুবীর চৌধুরী:

চট্টগ্রামের মিরসরাই বারইয়ারহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের উপজেলার যুগ্ম সদস্যসচিব গাজী তাহমিদ খান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত তাহমিদ বারৈয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড পূর্ব হিঙ্গুলী এলাকার মোহাম্মদ আলমগীরের ছেলে। সে কদমতলা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় নবম শ্রেণিতে পড়ত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তাহমিদ। ফেনীতে গুলিবিদ্ধও হয়েছিল সে।

স্বজন ও এলাকাবাসী থেকে জানা যায়, বুধবার সন্ধ্যার পর মীরসরাই বারৈয়ারহাট এলাকায় সিটে পা উঠিয়ে বসাকে কেন্দ্র করে প্রথমে দুই ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তা এলাকাবাসীর দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রুপ নেয়। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে এক পক্ষ আরেক পক্ষের ওপর হামলা করে। সংঘর্ষের সময় গুরুতর আঘাতপ্রাপ্ত হয় তাহমিদ। দুর্বৃত্তরা এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে। এ সময় তাকে কুপিয়েও জখম করা হয়।

আহত অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত একটায় তাহমিদের মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত জেলা পুলিশের উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জোরারগঞ্জে প্রাথমিক চিকিৎসা শেষে বুধবার রাতে চমেক হাসপাতালে পাঠানো হয়। জরুরি বিভাগে আনার পর চিকিৎসক তাকে ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ১টার দিকে তাহমিদের মৃত্যু হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, শালিস হওয়ার কথা ছিল। শালিসে পা উঠিয়ে বসা নিয়ে সিনিয়র-জুনিয়রদের মধ্যে এ ঘটনা ঘটেছে।  এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

ট্যাগ :