

নিউজ ডেস্ক:
চট্টগ্রাম প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদসহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) নেতৃবৃন্দ।
বুধবার (১০ নভেম্বর) বিকালে সিআরএফ সভাপতি কাজী আবুল মনসুর স্বাক্ষরিত এক বিবৃতিতে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে এ অভিনন্দন জানানো হয়।
বিবৃতি চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সভাপত কাজী আবুল মনসুর বলেন, পেশাজীবী সাংবাদিকদের অধিকার রক্ষা এবং এ পেশার মান উন্নয়নে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহন করবে নবনির্বাচিত চট্টগ্রাম প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি। তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবের ভাবমুর্তি উজ্জলে অনুকরণীয় ভূমিকা রাখার জন্য নবনির্বাচিত কমিটির প্রতি অনুরোধ জানান।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, সহ-সভাপতি হয়েছেন দৈনিক বাংলার ব্যুরো প্রধান ডেইজি মওদুদ, যুগ্ম সম্পাদক বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি মিয়া মো. আরিফ, অর্থ সম্পাদক এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার আবুল হাসনাত, সাংস্কৃতিক সম্পাদক পোট্রেট নিউজের সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক সিবার্তা-২৪ এর সম্পাদক রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক ইসলামিক টিভির সাবেক ব্যুরো প্রধান মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক পূর্বদেশের সিনিয়র রিপোর্টার ফারুক আবদুল্লাহ নির্বাচিত হয়েছেন।
এছাড়া কমিটিতে কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন টাইমস অব বাংলাদেশ এর ব্যুরো প্রধান সালেহ নোমান, দৈনিক ইনকিলাবের ডেপুটি ব্যুরো প্রধান রফিকুল ইসলাম সেলিম, একাত্তর টিভির ব্যুরো প্রধান সাইফুল ইসলাম শিল্পী এবং এনটিভি’র সিনিয়র রিপোর্টার আরিচ আহমেদ শাহ।