বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ইং , ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১১:২০

পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা অব্যাহত রাখতে হবে- মেহেদী হাসান ফারুক 


প্রকাশের সময় :৯ ডিসেম্বর, ২০২৫ ১২:২৮ : পূর্বাহ্ণ

বাবর মুনাফ, বোয়ালখালী:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় বার্ষিক পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৮ ডিসেম্বর) সকালে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ফারুক।

এসময় তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা অব্যাহত রাখতে হবে, যাতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সুসংহত হয়।

এসময় শিক্ষার্থীদের পরামর্শমূলক বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম আলকাদেরী, প্রতিষ্ঠাতা সদস্য ও বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মোহাম্মদ মোদ্দাচ্ছের, সাংবাদিক এস এম গিয়াস উদ্দিন ও এস এম শাহাবুদ্দীন। অনুষ্ঠান পরিচালনা করেন উপাধ্যক্ক মাওলানা সোহাই উদ্দিন আনছারী।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা সৈয়দ শামসুদ্দিন মোজাদ্দেদী (র.) কবর জেয়ারত শেষে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

ট্যাগ :