

বাবর মুনাফ, বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালী উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ৮নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্রশাসক মেহেদী হাসান ফারুকের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ হাসান চৌধুরী।
বুধবার (৩ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।
সৌজন্যে সাক্ষাতে ইউএনও ফারুক শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের সার্বিক খোঁজ-খবর নেন।