বাংলাদেশ, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ইং , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ রাত ৩:৩৯

পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন সাংবাদিক নেতা মোহাম্মদ আলী, সকলের কাছে দোয়া কামনা


প্রকাশের সময় :৩১ অক্টোবর, ২০২৫ ১২:৫০ : অপরাহ্ণ

নিউজ ডেস্ক:

পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সদস্য, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের যুগ্ন সম্পাদক ও দৈনিক সকাল বেলা পত্রিকার চট্টগ্রামের ব্যুরো প্রধান মোহাম্মদ আলী।

তিনি গতকাল ৩০ অক্টোবর চট্টগ্রাম শাহ্ আমানত এয়ারপোর্ট থেকে বাংলাদেশ বিমান এর একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হন। এবং বৃহস্পতিবার দিবাগত রাতে মদিনা আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান। পরে পবিত্র মদিনা শরীফের একটি হোটেলে উঠেন তিনি।

সাংবাদিক মোহাম্মদ আলী তার নিজ জন্মস্হান চট্টগ্রামের বোয়ালখালী সহ দেশবাসী সকলের কাছে দোয়া চেয়েছেন। বিশেষ করে চট্টগ্রামের সাংবাদিক সমাজের কাছে দোয়ার আর্জি রেখেছেন তিনি। এছাড়াও আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী সহ সবার প্রতি দোয়ার আর্জি রেখেছেন তিনি। পবিত্র ওমরা হজে যাত্রাকালে সময়ের সল্পতার কারণে সবাইকে জানাতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি।পাশাপাশি তিনিও দেশবাসী সহ সকলের জন্য দোয়া করবেন বলে জানিয়েছেন।

২০ দিন পবিত্র মক্কা এবং মদিনায় অবস্থান করে পবিত্র ওমরাহ হজ পালন শেষে নভেম্বরের ২০ তারিখ পুন:রায় দেশে ফিরে আসার কথা রয়েছে তার।

ট্যাগ :