

সাথে গ্রেফতার আরও ৪
মিরসরাই প্রতিনিধিঃ
মিরসরাইয়ে পরোয়ানাভুক্ত ১ জন ও জুয়া মামলায় ৪ জন আসামীসহ মোট ৫ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) রাতভর অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামী মধ্যম মঘাদিয়া এলাকার এনামুল হক মো. সিরাজুল ইসলাম (৪০) কে নিজ বাড়ি হইতে গ্রেফতার করেন। এছাড়া পৃথক অভিযানে বড়তাকিয়া বাজারস্থ দিদারের দোকানে প্রকাশ্য জুয়া খেলারত অবস্থায় উপজেলার খৈইয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈইয়াছড়া গ্রামের আবুল হাশেমের ছেলে সাইফুল ইসলাম (৪৫), মো: এছহাকের ছেলে মো. মমিন (৬৪), মৃত জোনাব আলীর ছেলে মো. রেদোয়ান (৪৫), মৃত নুর হোসেনের ছেলে দিদারুল আলম (৩৯) গ্রেফতার করা হয়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, পরোয়ানাভুক্ত ও জুয়া মামলায় গ্রেফতার আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সি এস/ এইস এম