বাংলাদেশ, বুধবার, ৫ নভেম্বর ২০২৫ ইং , ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১১:৫৭

আল–আরাফাহ ইসলামী ব্যাংকের এমডিকে অপসারণ 


প্রকাশের সময় :২৭ অক্টোবর, ২০২৫ ১১:৪৮ : অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:

আল–আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরমান আর চৌধুরীকে অপসারণ করা হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান টিবিএসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘তাকে এমডি পদ থেকে অপসারণ করা হয়েছে। ব্যাংকের পক্ষ থেকেই কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করা হয়েছিল। আমরা এনওসি দিয়েছি। চলতি বছর এপ্রিল থেকে তিনি বাধ্যতামূলক ছুটিতে ছিলেন।’

বাংলাদেশ ব্যাংকের এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংকের ডিবিআই বিভাগ থেকে একটি তদন্ত করা হয়েছিল। তাতে এমডির নামে একাধিক অনিয়মের অভিযোগ পাওয়া যায়। এরপর ব্যাংক কর্তৃপক্ষ তার বিষয়ে এ সিদ্ধান্ত নেয়।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত ১৫টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে একটি হলো আল–আরাফাহ ইসলামী ব্যাংক। দীর্ঘদিন ধরে ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন বিতর্কিত ব্যবসায়ী এস আলমের ভাই আব্দুস সামাদ লাবু। গত ৩ সেপ্টেম্বর ব্যাংকটির পর্ষদ ভেঙে পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক।

ট্যাগ :