
বিশেষ প্রতিনিধি, রাণীশংকৈল, ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বারঘরিয়া-হাতিয়া সার্বজনীন শ্মশানঘাটের জমিতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদের দাবিতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা মানববন্ধন করেছেন।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বারঘরিয়া, দক্ষিণ নয়ানপুর, সুন্দরপুর ও উত্তরগাঁও এলাকার শতাধিক গ্রামবাসী অংশ নেন।
এসময় শ্মশানঘাট কমিটির সভাপতি অচিন্ত্য কুমার রায়, সাধারণ সম্পাদক নবকুমার রায়, সবুজ চন্দন, সুমন চন্দন, বিপুল চন্দন রায়, অরুণা রানি ও আলো রানি প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, “শ্মশানঘাট আমাদের ধর্মীয়ভাবে শেষকৃত্য সম্পন্ন করার পবিত্র স্থান। দীর্ঘদিন ধরে এলাকাবাসী এ স্থানটি ব্যবহার করে আসছে। অথচ বর্তমানে সেখানে অবৈধভাবে দোকানপাট স্থাপন করা হয়েছে। এতে ধর্মীয় অনুষ্ঠান পালনে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তাই অবৈধ এসব স্থাপনা দ্রুত অপসারণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”
পরে তারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)-এর বরাবর এ বিষয়ে একটি স্মারকলিপি প্রদান করেন।
সরেজমিন প্রতিবেদন/স সু/ টি এ

























