

হাতে হাতে পৌঁছে দেওয়া হয় তারেক রহমানের ঘোষিত ৩১ দফা
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কানকিরহাট বাজার এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কার কর্মসূচির লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও নোয়াখালী জেলা বিএনপির সদস্য, সেনবাগ-সোনাইমুড়ী (আংশিক) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী আব্দুল মান্নান।
এ সময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির সদস্য সচিব ও ৬নং কাবিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, সেনবাগ পৌর বিএনপির আহ্বায়ক ভিপি মফিজুল ইসলাম, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা।
লিফলেট বিতরণ কর্মসূচিতে বাজারের ব্যবসায়ী, দোকানদার, অটোরিকশা ও সিএনজি চালক, যাত্রী, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচি শেষে আব্দুল মান্নান বলেন,
“বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যাকে ধানের শীষ প্রতীক নিয়ে মনোনয়ন দেবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার হয়ে কাজ করবো। দেশের চলমান সংকট থেকে উত্তরণে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নই একমাত্র সমাধান।”
সি এস/এইস এম