বাংলাদেশ, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ইং , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১:৫৪

শিক্ষকদের বাড়ি ভাড়াসহ ভাতা বৃদ্ধির সিদ্ধান্তে সরকারকে জামায়াতের ধন্যবাদ 


প্রকাশের সময় :২১ অক্টোবর, ২০২৫ ৪:৪৩ : অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:

বিলম্বে হলেও বাড়ি ভাড়াসহ শিক্ষকদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্তে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

জামায়াত আমির বলেন, বাড়ি ভাড়াসহ বিভিন্ন ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত সম্মানিত শিক্ষকমণ্ডলীর যৌক্তিক আন্দোলনের দাবিটি অবশেষে সরকার মেনে নিয়েছে। কিন্তু এর মধ্যে সম্মানিত শিক্ষকমণ্ডলী যথেষ্ট কষ্ট ভোগ করেছেন। বছরের শেষ প্রান্তে এসে শিশু-কিশোর ও ছাত্র-ছাত্রীদের পড়ালেখারও কিছুটা ক্ষতি হয়েছে।

তিনি আরও লেখেন, এই বিবেচনাটি আগে করলে শিক্ষকমণ্ডলীর কষ্ট এবং ছাত্র-ছাত্রীদের ক্ষতি উভয়ই এড়ানো যেত।

সম্মানিত শিক্ষকদের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা। বিলম্বিত হলেও সরকারের সিদ্ধান্তের জন্য ধন্যবাদ।

ট্যাগ :