বাংলাদেশ, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ইং , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১:৫৭

চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সাইফুল ইসলাম


প্রকাশের সময় :১৯ অক্টোবর, ২০২৫ ১০:২৯ : অপরাহ্ণ

এম.এইচ মুরাদ:

চট্টগ্রামের নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে আজ রোববার দায়িত্ব গ্রহণ করেছেন।

এর আগে তিনি ফেনী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রশাসনের মাঠপর্যায়ে দীর্ঘ ও বর্ণাঢ্য অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসকসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

প্রশাসনের বাইরে তিনি উপসচিব হিসেবে অর্থ বিভাগে এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বাংলাদেশ রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ অফিসে ইকোনোমিক এনালিস্ট হিসেবেও কাজ করেছেন।

২৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা ২০০৮ সালে সহকারী কমিশনার হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। তিনি ২০২৪ সালের ৯ নভেম্বর ফেনীতে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নেন।

চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক ফরিদা খানমকে গত ২১ সেপ্টেম্বর অন্যত্র বদলি করা হলে পদটি শূন্য ছিল। প্রায় তিন সপ্তাহ পর চট্টগ্রাম পেল নতুন জেলা প্রশাসক।

দায়িত্ব নেয়ার পর সাইফুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম দেশের অর্থনীতি ও প্রশাসনিক কাঠামোর অন্যতম কেন্দ্রবিন্দু। এই জেলার উন্নয়ন, আইনশৃঙ্খলা ও জনসেবায় কার্যকর পরিবর্তন আনতে প্রশাসন ও সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি চট্টগ্রামের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করে বলেন, ‘আমি সবার সঙ্গে নিয়ে কাজ করতে চাই।’

ট্যাগ :