বাংলাদেশ, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ইং , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১:৪৪

শাহজালালে আগুন,নেটিজেনরা ভাবছে কী?


প্রকাশের সময় :১৮ অক্টোবর, ২০২৫ ৬:৫৯ : অপরাহ্ণ

ডেস্ক নিউজ মিডিয়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লেগেছে। ১৮ অক্টোবর দুপুর ২টা ৩৪ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বিমানবন্দরের কার্গো ভিলেজে আমদানি করা পণ্য রাখা হয়। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট। পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এ ঘটনায় সোশ্যাল মিডিয়া ফেসবুকে বিভিন্ন মন্তব্য করছেন নেটিজেনরা। কেউ বলছেন, এটি নাশকতার অংশ নয় তো? অনেকে নিরাপত্তা এবং জবাবদিহিতার প্রশ্নও তুলেছেন।

সুরাইয়া পারভীন লিখেছেন, ‘এই মুহূর্তে বিমানবন্দরের কার্গো সেক্টর জ্বলছে। একের পর এক আগুন। নাশকতা নয় তো?’

মোহাম্মদ আসাদুল্লাহ লিখেছেন, ‘আগুনে পুড়ছে শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর। গোডাউনে মুহুর্মুহু শব্দে ফাটছে কেমিক্যালের ড্রাম। বিস্ফোরণে বাড়ছে আগুনের মাত্রা। তেজগাঁও থেকে দেখা যাচ্ছে এয়ারপোর্টের ধোঁয়া।’

মানিক মুনতাছির লিখেছেন, ‘এবার এয়ারপোর্টের ভেতরে কার্গো মালামালে আগুন।’

মাকামে মাহমুদ লিখেছেন, ‘মিরপুর, চট্টগ্রাম, আজ ঢাকা এয়ারপোর্ট! নেক্সট? হাসিনার ফাঁসির রায় আসতে আসতে এমন অনেক স্যাবোট্যাজ হবে। কিন্তু সরকার কি প্রস্তুত?’

আব্দুল্লাহ আল-মামুন আরজু লিখেছেন, ‘চট্টগ্রামের ভয়াবহ অগ্নিকাণ্ডের দগদগে ক্ষত এখনো শুকায়নি, তার মধ্যেই আজ ঢাকার এয়ারপোর্টের কার্গো সেকশনে আরেক আগুন! আহা রে, আমাদের দেশ… কত স্বপ্ন, কত ঘামঝরা পরিশ্রম—সব আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। নিরাপত্তা কোথায়? জবাবদিহিতা কোথায়? আল্লাহ তুমি রহম করো… আমাদের রক্ষা করো।’

হেমায়েত হোসেন লিখেছেন, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।পুড়ছে কোটি কোটি টাকার গার্মেন্টসসহ বিভিন্ন পণ্য।’

এসইউ/এমএম

ট্যাগ :