বাংলাদেশ, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ইং , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ রাত ১:৫৭

অজ্ঞাত লাশ বায়েজিদ বোস্তামীতে !


প্রকাশের সময় :১৫ অক্টোবর, ২০২৫ ৫:১৮ : অপরাহ্ণ

বায়েজিদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা লাশটি উদ্ধার করে রিপোর্ট তৈরি করেছি। তার শরীরে বাহ্যিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা পারেনি।”

বায়েজিদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম আরও জানান, “আমরা আশপাশের থানায় নিখোঁজ সংক্রান্ত তথ্য যাচাই করছি এবং স্থানীয়দের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছি। এ ছাড়া খালের আশপাশে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে, যাতে কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রম থাকলে তা চিহ্নিত করা যায়।”

এদিকে, এমন ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের ধারণা, এটি কোনো হত্যাকাণ্ড হতে পারে। তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে অপরাধী শনাক্ত এবং তাদের শাস্তির দাবি জানান।

জৈ. প্র/চৌ সু