

নিউজ ডেস্ক:
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও ক্যামেরাপার্সন মো. পারভেজের উপর সন্ত্রাসী হামলা ও ক্যামেরা ভাঙ্চুর, মোবাইল ফোন, টাকা লুটের ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) নেতৃবৃন্দ।
আজ রবিবার সিআরএফ সভাপতি কাজী আবুল মনসুর এবং সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদ এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ ও নিন্দা জানান।
বিবৃতিতে তারা বলেন, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা শুধু ঘৃণ্য নয়, ন্যাক্কারজনক ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। আর রাজনৈতিক দলের নেতাদের প্রশ্রয় পাওয়া এসব সন্ত্রাসীকে নিয়ন্ত্রণ করতে না পারার ঘটনা খুবই দু:খজনক। সামনে আর যেন কোন সাংবাদিকের উপর এই ধরনের বর্বরোচিত হামলার ঘটনা না ঘটে সেই দিকে লক্ষ্য রেখে কঠোর পদক্ষেপ গ্রহন করার কথাও প্রশাসনকে স্বরণ করে দেন সাংবাদিক নেতৃবৃন্দরা।
সাংবাদিকের ওপর ন্যাক্কারজনক এই হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তাঁরা।