বাংলাদেশ, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ইং , ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ রাত ৩:৫৮

১লা অক্টোবর শুরু হচ্ছে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) এর মাসব্যাপী সাংগঠনিক কার্যক্রম


প্রকাশের সময় :২৯ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৩৭ : অপরাহ্ণ

নিউজ ডেস্ক;

চট্টগ্রামের পেশাদার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) এর মাসব্যাপী সাংগঠনিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

১ অক্টোবর ২০২৫ইং হতে শুরু হতে যাওয়া মাসব্যাপী সাংগঠনিক কার্যক্রমের মধ্যে রয়েছে সদস্য যাচাই-বাছাই, নতুন সদস্য অন্তর্ভুক্তকরণের জন্য ফরম বিতরণ , সংগঠন কে আরো গতিশীল এবং প্রাণবন্ত করতে সদস্যদের মতামত গ্রহণ সহ সংগঠন সংশ্লিষ্ট কার্যক্রম বাস্তবায়ন ।

২৮ সেপ্টেম্বর ( রবিবার ) সন্ধ্যায় সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভায় সংগঠনের সভাপতি কাজী আবুল মনসুর ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের উপস্থিতিতে এবং কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যদের উপস্থিতিতে এই সিদ্ধান্তে গৃহীত হয়।

কার্য নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক মাসব্যাপী সাংগঠনিক কার্যক্রম সম্পাদনের জন্য গঠিত
উপ-কমিটির সদস্যরা হলেন সংগঠনের সহ-সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক হাসান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ , প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আবুল কাশেম সরোজ এবং কার্যনির্বাহী কমিটির সদস্য মোহন মিন্টু।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন , সংগঠনের কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ পারভেজ, কার্যনির্বাহী কমিটির সদস্য জ্যেষ্ঠ সাংবাদিক কামরুল হুদা ও জ্যেষ্ঠ সাংবাদিক সজল কান্তি চৌধুরী ।

ট্যাগ :