বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ইং , ৯ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ সকাল ৯:৪৬

শিরোনাম

চট্টগ্রামে ডেঙ্গু, করোনা, চিকুনগুনিয়া থেকে রক্ষা ও রক্তদানে উৎসাহ যোগাতে আলোর দিশা ফাউন্ডেশনের কর্মসূচি


প্রকাশের সময় :২০ জুলাই, ২০২৫ ১১:৩১ : পূর্বাহ্ণ

কে এম রাজীব :

চট্টগ্রামে আলোর দিশা নামের একটি মানবিক সংগঠন রোগ প্রতিরোধের লক্ষ্য ডেঙ্গু, করোনা ও চিকুন গুনিয়া থেকে রক্ষা পেতে নগরের বিভিন্ন সড়ক ও হাট বাজারে জনসাধারণের মধ্যে জনসচেতনতা সৃষ্টি এবং রক্তদানের প্রতি উৎসাহিত করার লক্ষ্যে এক কর্মসূচি পালন শুরু করেছে। শুক্রবার ( ১৮ জুলাই) সকাল থেকে সংগঠনের চেয়ারম্যান চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন এর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার ১৮ জুলাই নগরীর ফরিদের পাড়া মসজিদ, খতিবের হাট মসজিদ, বহদ্দারহার মসজিদ, অভয়মিত্রঘাট মসজিদ, জমিয়তুল ফালাহ মসজিদ, মনোহরখালী মসজিদ, ফিরিঙ্গিবাজার মসজিদ, আলকরণ মসজিদ ও ব্রীজঘাটা মসজিদে জুমার নামাজের পর এবং শনিবার ১৯ জুলাই নিউমার্কেট, গোলাম রসুল মার্কেট, রিয়াজউদ্দীন বাজার, স্টেশন রোড ও ফলমন্ডি চত্বর লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এতে উল্লিখিত ভাইরাসের লক্ষণ, প্রতিরোধের উপায় এবং রক্তদানের উপকারিতা তুলে ধরা হয়। কর্মসূচির বিষয়ে সংগঠনের চেয়ারম্যান, চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন জানান, “বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ বাড়ে, আবার অনেকেই এখনো করোনা সম্পর্কে উদাসীন। অন্যদিকে, হাসপাতালগুলোতে রক্তের ঘাটতি তৈরি হচ্ছে। এসব বিষয় মাথায় রেখে আমরা একযোগে এসব বিষয়ে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ নিয়েছি।”

কর্মসূচিতে সংগঠনের স্বেচ্ছাসেবক সানজিদ, মিরাজ, ফখরুল, তাহামিম, আদিফ, সামির, আবু রাশেদ, তুহিন, জাহিদ, সিয়াম, আবির, হামিদ, জাকারিয়া আলম, সিয়াম, রাহাত কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এসময় তারা জনগণকে ঘরের আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান এবং নিয়মিত রক্তদানে আগ্রহী হওয়ার পরামর্শ দেন। সচেতনতামূলক এই কার্যক্রম স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অংশগ্রহণকারীরা জানান, এমন উদ্যোগ সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।

ট্যাগ :