
নিউজ ডেস্ক:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলার বায়তুলমাল সম্পাদক ছাত্রনেতা জনাব খন্দকার মোকাম্মেল এর শ্রদ্ধেয় পিতা ফরিদুল আলম ১৩ জুলাই রবিবার দুপুরে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী এবং সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক।
শোকলিপিতে নেতৃবৃন্দ বলেন, মরহুম ফরিদুল আলমের মৃত্যুতে আমরা একজন অভিভাবককে হারিয়েছি। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আল্লাহ তার জীবনের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে নেক আমলে পরিণত করে দিন। জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান দান করুন। আর শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পরিবারের সবাইকে সবরে জামিল দান করুন।
উল্লেখ্য, আজ বাদে বাদ মাগরিব সাতবাড়িয়া শাহ আমানত মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
উক্ত নামাজে জানাজায় ইমামতি করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর জননেতা আনোয়ারুল আলম চৌধুরী।
জানাযায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. শাহাদাৎ হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের সভাপতি আসিফুল্লাহ মুহাম্মদ আরমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কুতুব উদ্দিন, সেক্রেটারী কাজী আহসান সাদেক পারভেজ সহ স্থানীয় জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ।