বাংলাদেশ, শনিবার, ২৪ মে ২০২৫ ইং , ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ রাত ২:৪৭

শিরোনাম

ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে দক্ষিণ সিটির প্রশাসক


প্রকাশের সময় :১৮ মে, ২০২৫ ১০:৩৩ : অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:

ঢাকা ওয়াসার নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেরও (ডিএসসিসি) প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ রোববার (১৮ মে) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আকবর হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শাহজাহান মিয়াকে আগের অতিরিক্ত দায়িত্ব ডিএসসিসির প্রশাসকের পাশাপাশি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের অতিরিক্ত দায়িত্বের বিষয়টি উল্লেখ করা হয়।

ট্যাগ :