বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ইং , ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ সকাল ১০:৫৫

শিরোনাম

সাত ইস্যুতে মনোযোগ অন্তর্বর্তী সরকারের


প্রকাশের সময় :২২ ফেব্রুয়ারি, ২০২৫ ৩:৫০ : অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:

অন্তর্বর্তী সরকার সাত ইস্যুতে মনোযোগ বাড়িয়েছে। এগুলো হলো- রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাস্তবমুখী বাজেট প্রণয়ন, গুম-খুনে জড়িত ও লুটপাট করে অর্থ পাচারকারীদের বিচার করা, প্রতিবেশী ভারতসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্পর্কোন্নয়ন করা এবং গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা।

পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান খবরের কাগজকে বলেছেন, ‘গত ৫৩ বছরে রাষ্ট্রকাঠামো কোন অবস্থায় দাঁড়িয়েছে তা আমরা সবাই জানি। এ অবস্থায় সংস্কার ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন কি সম্ভব? এ ক্ষেত্রে সরকার সব রাজনৈতিক দলের মতামতকে মূল্যায়ন করছে। গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘ছাত্র-জনতা স্বৈরশাসককে ক্ষমতাচ্যুত করে অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। এই সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। বিগত ফ্যাসিস্ট সরকারের সব নির্বাচনেই কারচুপি করা হয়েছে। একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথে হাঁটছে সরকার। অতীতের ধারা থেকে বের হয়ে গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে বেশ কিছু খাতে সংস্কার করতে হচ্ছে। তবে সংস্কার কোন পর্যন্ত করে নির্বাচন দেওয়া হবে, তা রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ঠিক করা হবে।’

অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ছয়টি কমিশন গঠন করে। নির্বাচন কমিশন, সংবিধান, বিচার বিভাগ, পুলিশ, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং জনপ্রশাসন সংস্কার কমিশন। এসব কমিশন সংস্কারের বিস্তারিত সুপারিশ জানিয়ে প্রতিবেদন জমা দিয়েছে । রাজস্ব, গণমাধ্যমসহ অন্যান্য খাতের সংস্কারেও মতামত নেওয়া হয়েছে। এসব নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন ২৪টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে পূর্ণাঙ্গ প্রতিবেদন থেকে কবে কোন সংস্কার করা হবে তা নিয়ে কথা বলে। এসব নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আরও বৈঠক করা হবে।’

ট্যাগ :