বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ ইং , ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ সকাল ১১:১০

শিরোনাম

স্বাধীন বাংলাদেশ একুশের চেতনারই ফসল : কাদের গনি চৌধুরী


প্রকাশের সময় :২১ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:৪০ : অপরাহ্ণ

তিনি বলেন, বাকস্বাধীনতা, গণতন্ত্র, ভোটাধিকার হরণসহ দেশের মানুষকে নানাভাবে অধিকারহীন করে গত ১৭ বছর একুশের চেতনাকে ভূলুণ্ঠিত করা হয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটেছে। এখন দরকার জনগণকে দেশের মালিকানা ফেরত দেওয়া। এজন্য সবার আগে জনগণকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই কেবল সংস্কারের বৈধ অধিকার রাখেন। জনগণের ভোটাধিকার হরণের অর্থ হলো ফ্যাসিজম কায়েম করা। আর এটি হবে শত শহীদের রক্তের সঙ্গে বিশ্বাস ঘাতকতা। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের পক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ট্যাগ :